মহান বিজয় দিবস উপলক্ষে্য উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, গোলাপগঞ্জ, সিলেটে ফলজ, বনজ ও ভেষজ ০৩ ধরণের গাছের চারা রোপণ করা হয়
এ সময় উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা মুন্না পাল ও উপজেলা ইউনিয়ন দলনেতা/দলনেত্রী, আনসার কমান্ডার ও ভিডিপি সদস্য/সদস্যরা উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশব্যাপী বৃক্ষরোপণের পরিকল্পনা অংশ হিসেবে এ বৃক্ষরোপ কার্যক্রম পরিচালিত হয়।
বৃক্ষরোপণ পরবর্তীতে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্না পাল সদস্যদের উদ্দেশ্য বলেন, আমাদের সকলের মনে রাখতে হবে আমাদের সন্তানের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠার জন্য যেমন যত্ন নিতে হয়, তেমনি গাছ লাগানোর পর গাছের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠার জন্য যত্ন নিতে হয়। বৈশ্বিক উষ্ণতা, বন্যা, খরা ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
তিনি পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে সদস্যদেরকে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে আহবান জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস