Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
৬ ই মার্চ ২০২৩, থেকে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
বিস্তারিত

🔻🔻প্রশিক্ষণ বিজ্ঞপ্তি🔻🔻

প্রশিক্ষনের নামঃ অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ)।

প্রশিক্ষনের মেয়াদঃ ২১ দিন মেয়াদী

প্রশিক্ষণ শুরুঃ  ০৬ মার্চ ২০২৩ খ্রি. 

প্রশিক্ষণের_স্থানঃ জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আখলিয়া, সিলেট।

আগামী ০৬_মার্চ_২০২৩খ্রি. থেকে সিলেট জেলায় শুরু হবে। আগ্রহী প্রার্থীরা আগামী 0 ২/০৩/২০২৩ খ্রি. তারিখের মধ্যে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বিয়ানীবাজার , সিলেট -এ যোগাযোগ করতে বলা হলো।

▶▶ যা যা আনতে হবেঃ-

✅ এনআইডি কার্ড

✅ অষ্টম শ্রেণির সার্টিফিকেট মূল বা ফটোকপি

✅ ব্যক্তিগত মোবাইল নাম্বার (সক্রিয়)

✅ ১৮-৩০ বছর হতে হবে।

✅ উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।


▶▶২১ দিনের মৌলিক প্রশিক্ষণে শেষে যে যে সুবিধা সমূহ পাবেনঃ-

◾সরকারি চাকুরিতে ১০% কোটা সুবিধা।

◾বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণসহ সরকারি ২৬টি ট্রেডে প্রশিক্ষণ

যেমনঃ

-*-*-*- ক) মোটর ড্রাইভিং

-*-*-*- খ) বেসিক কম্পিউটার প্র

-*-*-*- গ) ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ

-*-*-*- ঘ) ক্যাটারিং সার্ভিস স্টাফ ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স ইত্যাদি।

◾ এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন ও পূজা ডিউটি করতে পারবেন।

◾ এছাড়াও বাহিনী প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।

⏬ প্রশিক্ষণ গ্রহণের জন্য যোগাযোগ ও বিস্তারিত:⏬

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বিয়ানীবাজার,  সিলেট।


[দ্র: প্রশিক্ষণ গ্রহণে কোন প্রকার টাকা লাগে না।]

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
02/03/2023
আর্কাইভ তারিখ
31/03/2023